নির্ভেজাল খাঁটি টাটকা ও সতেজ---
যাদের মধ্যে পাপের সামান্য চিহ্ন টুকু নেই,
অপরাধ বোধ ও জন্মায়নি মনে---
কলঙ্কিত হওয়া রক্তের দাগ কখনো প্রবেশ করে না হৃদয়ে।


কেবলই মাঝে মাঝে মুখপানে তাকিয়ে---
আপন খেয়ালে চলে অবিরাম।
কখনো কাঁদে --কখনো হাসে,
এভাবেই পথচলা ওদের জীবনের।


এরা থাকে মায়ের আলিঙ্গনে--
জীবন বাঁচে স্তনদুগ্ধ পানে।
পরিচয়ে এরা পরিচিত মানব শিশুরূপে,
মননে এরা অবুঝ-সবুজ এই ধরণীর বুকে।
-----------------------