স্নেহ, ভালোবাসা -অভিমান--
না থাকলে পরে জীবনে,
শুকনো নদীর মতো--
রুদ্ধ হবে যে গতিপথ এই ভুবনে।
তেমনই প্রয়োজন আছে--
বিবাদ ও অনুরাগের,
না হলে পরে প্রান মন
মাতৃ হারা  অনাথের মত পথ হারাবে।


তাই প্রবহমান জীবনে এগুলির অস্তিত্ব যে অসীম---
বাঁচতে হলে সুন্দরভাবে এগুলিকে নিয়ে চলো এগিয়ে,
তা না হলে গতিহীন নদীর মত--
একদিন জীবন টা ফুরিয়ে যাবে।
যেটা ঘটবে---
একেবারে নিজেরই অজান্তে,
পড়ে থাকবে কেবলই শরীর নামক দেহ--
শূন্য এ পৃথিবীর বুকে।
--------------------