স্বার্থপরতার বীজ বাতাসে ঘুরছে
ভাইরাস ব্যাকটেরিয়ার মত,
ফলে মানুষের মনে পচন নামক
রোগ বাসা বেঁধে ঝরে ঝরে পড়ছে পুঁজ রক্ত।


অর্থ ,বাড়ি -গাড়ি সবই আছে
কিন্তু হৃদয় ভারাক্রান্ত--
কারণ, মানুষের মন যে আজ
হিংসায় জর্জরিত।


ফলে আচার ও আচরণের
ধরনে আমূল পরিবর্তন হয়েছে,
মৃদু স্বরে কথা বলা ও নমনীয়তার জায়গায়
স্থান করে নিয়েছে-বদ মেজাজ, রুক্ষ -রুড় কর্কশ সুর।


প্রতি পদে পদে শ্রদ্ধেয় ব্যক্তি গনের
ঘটছে সম্মানহানি!
এভাবেই সমাজের বুকে নিরবে আসছে
ধ্বংসের হাতছানি।
--------------------------