।।রেখো সম্মান।।
----------------------------------------
সে তো যাবেই জানতো
বাড়ি থেকে অনেকটাই দূরে
সেই যে ধরন ছিলো
আজ আসছি তোমার শহরে
সেখানে ভাটির টান!
তাহলে কি ঐ,যে কেউ এর ঢেউয়ে--
মৃতদেহ চলেছে ভেসে?
বাকি যেটুকু আছে--
তা কি লাশ সৎকারের আগের সময়?
গঙ্গায় ছুঁয়ে রাখা শরীরে ঘি আর হলুদের স্নান!
বুঝেছি বিভেদের পাঠশালে যেখানে রহিম আছে
থাকে না রামের সে মান।
---------------------------------------------
         দেখোছো কি কখনো?
-------------------------------------------
যদি ভেবে নাও পরিযায়ী নিতে পারো
আপত্তির পাহাড়ে চড়বো না আর
যদি ভেবে নাও অনুপ্রবেশকারী
এখানে আপত্তি রয়েছে আমার।
ঐ যে লোকাল ট্রেন আসছে ছুটে
পথ ঘাট মাঠ বন পেরিয়ে
ওরাও জানে ফিসপ্লেট রয়েছে কোথায়?
এরই নাম বিশ্বাস,নয় কোনো ডিজিটাল খাদ
দেখেছো কি কখনো ডাকছে কাছে মৃত বন্দর?
---------------------------------------------
২৫/৯/২০২১-অবুঝ মন-