ভেবেছি কত সহস্র বার
অন্ধকারে হারাবো না আর
চলবো এগিয়ে ঊষর মরুভূমিতে
মরুদ্বানের মায়াবী আলোক মেখে
গোলাপের খেয়ালী খেলায়।
সীমান্তে চোরা বালি রয়েছে
জেনেও,বেঁধেছি মেঘের দেশেতে
ছোটোখাটো একটি কুঁড়ে ঘর।
ভালো লাগার বাসনায়
বয়ে চলে অন্তর্বাহিনী নদী
মেনে নেওয়ার পাতায় ভিঁড় করে
শুধুই ধু-ধু মরু বালুচর।
---------------------------------------
১৪/৯/১৯--অবুঝ যন--