অভিবাদন বল, কিংবা শুভেচ্ছা
জানি সবার পছন্দ নাও হতে পারে
চিরকাল এগুলো ব্যবহৃত হয়
সৌহার্দ্য বিনিময় কিংবা আন্তরিকতার বিচারে।
এর মানে এই নয় যে--
এগুলি আদিখ্যেতা বা লোক দেখানো সম্ভাষণ
আসলে হৃদয়ের মনিকোঠায় চিরস্থায়ী ঠাঁই রূপে
আসন পাতার আন্তরিক নিবেদন।
তাই এগুলি নিয়ম মেনে চলে--
মনেরই অজান্তে গোপনে, অন্তরে
শত বঞ্চনা সহে, হাসিমুখে
ভালোবাসার খুশির জোয়ারে।
কষ্ট ও বুক পেতে নেয়---
যখন নিরুত্তর উত্তর আসে ক্ষণে ক্ষণে
অনেক কালের চেনা- জানা মানুষের কাছ থেকে
আর রক্ত ঝরে, কঠিন বন্ধনের কথা স্মরণে।
---------------------------------------------
৯/৩/১৯