ভিড়ে ঠাসা বাস,কিংবা সকালের বাদুড় ঝোলা প্যাসেঞ্জার ট্রেন
এর সাথে পরিচয় নেই,এমন মানুষ ও আছে!
হাঁসুলি বাঁকের উপকথা,কিংবা চাঁদমামা রূপকথা গল্পের মতো-
হাজার হাজার মানুষ আজ গৃহহীন পরবাসে!


প্রকৃতি আপোস করেনি,করবে বা কেন?
নিয়ত ঘা খেতে খেতে ঘুরে তো দাঁড়াবেই
প্রতিশোধ বলুন বা তার চেয়ে বেশী কিছু নিজেকে বাঁচাতে কিভাবে হয় তা জানে
পথঘাট জনালয় শুনশান নীরব নিথর
সুর বদলে বলা যেতে পারে-
শত শত অট্টালিকা,ঘরবাড়ি আজ থমথমে মানুষের কল্যাণে
হয়তো কষ্ট হচ্ছে,চারিদিকে অগনিত মৃত্যুর ধ্বনি-
অপলক শুন্যতায় হাহাকার বুকে নিয়ে মানব সভ্যতা দাঁড়িয়ে আছে
বিপরীত ক্রমে একটু তাকিয়ে দেখুন,স্বচ্ছতা ভরা মুক্তির স্বাদ আকাশে বাতাসে
কান পেতে শুনুন পাখিদের কুজন,স্বস্তির নিঃশ্বাস।


নেই হিংসা,নেই দামামা নিশান উড়ানো বিজয় কেতন
নেই যে আরো ক্ষমতার দম্ভ ভরা রক্তের স্রোত
কৌশলী আস্ফালন
ধর্মীয় বেড়াজাল ভেঙে মানব সমাজ মুক্তির পথ চেয়ে
দিন রাত কাজ করে চলে ডাক্তার,নার্স,আরো কত জন জীবনের গান গেয়ে
এটাই তো দেখার ছিলো বাকি,সত্যি কি হচ্ছে না মনে রূপকথা আঁকি?
---------------------------------------------
১/৪/২০২০-অবুঝ মন-