জানি আগল খোলা হড়কা বানের
গরম নিঃশ্বাসের ঝড় গেছে থেমে
বলেছিলে বটে ঐ এক দিন খেয়ালী ধ্বনির
শিকল ছেঁড়া বেসামাল ধুন বেজে ছিলো
মাতাল আগুনের মাধুর্যে উথাল মন ছিলো টলমল
এরপর হঠাৎ কি করে?
কুলকুচির ফেনা জলে মুখ ধুয়ে-
থৈ থৈ স্মৃতি মুখর বাগানকে অম্লান করে দিলে!


সত্যি কি কামনার অধরা ধারা-
হয়েছে এখন ভীষণ নিম্নগামী?
সবুজ স্বপ্ন বিভোর হাওয়ায় দুলে
পাতার আড়ালে লুকিয়ে নিলে মুখ
পুড়ছে ভ্রমর তোমার অনলে তাতে কি?
এমনই বিভাজিকা বেড়াজালে--
তুমি কি খুঁজে পাও স্বপ্নময় আহ্লাদী সুখ?


হয়তো শপথের বৈধতা মিছিলে
তুমি ছিলে বাঁধনহারা মশগুল দাবানল
অনাথ অনাথই জ্বলে পুড়ে খাক
উচাটন মন,ঝরুক রক্ত ক্লান্তি ঘাম
একবার কি পারতে না বৃষ্টির ছিটা দিয়ে-
জাগিয়ে তুলতে বুনো আবেগের শিহরণ?
প্রজাপতি হতে চেয়ে সাপলুডু খেলে
দিয়ে গেলে মুমূর্ষু বিষাদ আলিঙ্গন!
---------------------------------------------
২১/৪/২০২০-অবুঝ মন-