কি জানি কোথায় বাঁধা আছে জীবনের সুখ?
আলপথ ধরে হাঁটে বিশ্বাস,তবুও আস্থা অটুট!
যে শহরকে জড়িয়ে এতো বৈচিত্র্যের তরঙ্গ দোলা
জেনেছে সেখানেও আজ অন্য কারোর তির্যক খেলা
তাই বলে কি তাজমহলের ঠিকানা হারিয়ে যাবে?
এই অবেলায়ও,পেছন থেকে কেউ তো বলে--
বিজিতের চিহ্ন এঁকে যাও
এটাই যে ভালো লাগা সুখস্মৃতি,চেতনায় বিশ্বাসী সবুজ সুবাস।
---------------------------------------------
-১১/১০/২০২০-অবুঝ মন-