**সহজ**
-------------------------------------
জগত সভায় কত্ত মানুষ?ভিন্ন রকম জনে জনে
তাই বলে কী কাদার বাজার পুষতে হবে মনে?
দোষ গুণ বিচার করা বাঘের যেমন কর্ম নয়
মিলন মেলা প্রাঙ্গণে দর্প দম্ভ চুপসে যায়।


এগিয়ে এসে হাত বাড়ালে জাত ধর্ম যায় কী চলে?
বিধির বিধান আছে লেখা ফলবে যে যার কর্ম বলে।
সুস্থ ভাবে বাঁচতে গেলে মলীন আঁধার কর পার
মানস সরোবরে সবাই একবার চলুন দিই ডুব সাঁতার।
-----------------------------------------


**এই খেয়া বাইবো কত আর**
----------------------------------


বিনোদনে ঘাটতি নেই বলে
সমানে সবাই বাজাচ্ছে তালি
তবুও রাজার আসন খালি।


জানি এতটুকু ইচ্ছে নেই পর্ণ মোচনে
চাই ভরা এজলাস চিত্তাকর্ষণে।


এর উপরে যদি বলির পাঁঠার হয় যোগাড়
যেনতেন প্রকারে হাঁড়ি কাঠ ওঠে নড়ে
সবাই তাকিয়ে মাস্টার মাইন্ডের দিকে--
অথচ পরাগ শুষে খাচ্ছে সকলে!
"বিধিরে এই খেয়া বাইবো কত আর-----?"
--------------------------------------
২/১১/২০২২-অবুঝ মন-