যেখানে পুকুর গভীর
পাঁকালের চলাফেরায় অসুবিধা থাকে কি আর?
তাই ভাবনা নয়
ধরাই যেতে পারে এখানে ডুব মারার লোকের আকাল
অথচ সেখানেই যদি গড়ে ওঠে স্নানের বাঁধানো ঘাট
তাহলে ঘাই না মেরে থাকতে কি পারে বড়-ছোট শোল মাছ?
এই তো সহজ হিসাব
এরপরেও যদি নড়েচড়ে বসে পথের কাঙাল
জেনে রেখো কখনো ঘটতে পারে না কাঙ্খিত ফলাফল।
------------------------------------------- -২৬/৪/২০২২-অবুঝ মন