জানি না ফিরে আসবার কথা ছিলো কি না?
অথচ স্পষ্ট ছাপ রাখে দ্বারে!
ওপারে তখন ফুরফুরে গল্পের পাতাবাহার
সন্নাস না এসে কি পারে?


তার উপরে যদি এরই নাম হয় সংসার
আসা যাওয়া খবরের জুড়ি মেলা ভার
কেন বা সংযোগে যোগ হবে কাঁটাতার?
এই যে সাবলীল ছন্দ,যেনো আর না থাকে কোনো অন্ধকার।


বেঁচে থাক সুর,তাল,লয় কুসুম কোমল পরশে
বাগানের কুঁড়িটিও খুঁজে পাক বাঁচার অধিকার
আর এরূপে মৌনমিছিল খুঁজে নিক বরফ শীতল
ফল স্বরূপ বেলাশেষে না ঘটবে কোনো রক্তপাত,কিংবা সাহারা সফর।
---------------------------------------------
৭/১০/২০২১-অবুঝ মন-