দিন গেছে চলে এ কথাটি না ভেবে
ফিরে দেখা সেই প্রথম নিয়ন আলোর ভোরে
সাদা পাতার নৌকো বেয়ে গাংচিলে ভর করে
একবুক আশা নিয়ে নিয়মিত আনাগোনা অলীক স্বপ্ন ঝড়!


এক্ষেত্রে ঠোঁটের আবেগ মাখা সুর নরম হলো বটে
তুলনায় উদাসী হাওয়া হলো বেশি ভার
বরং সমুদ্র সময়কে গোগ্রাসে গিলে সীমানা করেছে পার।


সাপ ব্যাঙে লুডুখেলা শেষে আগুন গোলার দেশে ঠিক যেমনটি হয়
শরীরে বিদ্যুৎ ভরে বুনো ঝড় ঢেউ তুলে চলে গেলো বদলের রাস্তায়!
এটাকে কি ধরা যেতে পারে প্রথম কদম ফুলের রঙিন পাপড়ির বাজিমাত?


এভাবেই বদলের রাস্তায় দিন আসে দিন যায়
নব বসন্তের অপেক্ষায় ছায়া আজো উত্তর খোঁজে সাহারায়!
--------------------------------------
১৩/৬/২০২১-অবুঝ মন-