অ্যান্ড্রয়েডের জমানো এসে চুপি চুপি বলে গেলো
টাচ স্ক্রিনের বাটনটি দাবিয়ে দেখো না একটি বার
অভিমানী বোবা স্রোত হারানোর নদীর বুকে--
আবারো আছড়ে পড়তে তো পারে।


সেই যে পাগল হাওয়া দিয়ে গেলো নাড়া
পিছনের দরজা ঠেলে উঠে পড়া
ভেবেছিলাম বিভৎস জলপ্রপাত উপচে পড়বে
আগুন বৃষ্টি ঝরবে,কাঁচের টুকরো নিক্ষেপ হবে
কিন্তু এ কি,তা না করে ক্যাশ মেমো ছাড়া
নানান নৈবেদ্য,দান সামগ্রী ভরিয়ে দিলে!


ভালো বাসার রাজপ্রাসাদ জুড়ে সুর ঝরে
"একটুকু ছোঁয়া লাগে"----
ফাগুন হাওয়ায় কৃষ্ণচূড়া মত্ত আবির খেলায়
ঘরে ফেরা ক্লান্ত বিহঙ্গের মতো
রোদনের সুর এলো ভেসে,জানাতে পারতে তো অন্ততঃ একটি বার।
---------------------------------------------
১/৪/২০২০-অবুঝ মন-