রসায়নের গলন যে হতে পারে,সেদিনই বুঝে ছিলাম
যেদিন অলীক শব্দের বাঁকা কথা--
সময়ের নিরিখ ছুঁয়ে অকপটে বেরিয়ে পড়েছিলো
দুটি হাতকে ও আর ধরে রাখতে পারিনি
কখন যে ছুঁয়ে ফেলেছে হীমশীতল বরফের চূড়া।
অথচ সমুদ্রেকেও দেখে বোঝাই যাইনি
বাঁধ ভাঙার গল্প মনে মনে করেছে রচনা
সেই শেষ বার,তার পর যতোবারই ঢেউ বুনেছি
ততবারই তীরের কিনারা খুঁজে পাইনি আর
উল্টে আছড়ে পড়েছে তির্যক বান,সমাধি সাগর।
--------------------------------------------
২১/১১/২০২০-অবুঝ মন-