বিদায়ী ক্ষনের ঘন্টা বেজে ছিল
সুমধুর সমাপতনে---
কিন্তু ললাট লিখনে  সুর ছিল উল্টো
মিরজাফর এসে দাঁড়ালো সামনে।
পরিচয়ের ধারা বদলে গেল
অশান্ত কাশ্মীরের ফ্যাকাসে রঙে
এ কেমন বোধ-দয় জাগরিত হলো
রক্তাক্ত অচেনার বেড়াজাল বন্ধনে।
যার স্নেহ ছায়ায় পথ চলা হল শুরু
নতুন এক সমাজের বুকে
সেই তিনি দশটি বছরের পুরনো হিসাব ভুলে
রাখলো কাছে সিরাজের দু-নম্বর সেনাপতি নতুন মিরজাফর-কে।
একটি বার সহজ জানার ইতিহাস জেগে উঠলো না-
রুক্ষ মরু সাগর পারে যা গেল হারিয়ে
ভালো বাসার হল অন্তর্জলী যাত্রা--
বেদনা দগ্ধ এই তিন ভূবনের পারে।
----------------------------------------
৫/৮/১৯--