না বলা কথার ফাঁকে নীরবে হিসাব কষা!
একটু সুযোগ এলেই সদ্ব্যবহার!
এই যে ধরন খানি অনেকটাই জানাজানি
না হয় হলো না আর এতোটা বিস্তার
সঠিক দিশার খোঁজে সময়ে থামতে হয়।
দুদিনের চলার পথে এই যে আসা যাওয়া
জেগে যে ঘুমাতে চায় দেবার কি আছে তার?
বৃথা বৃষ্টির খোঁজে বারে বারে ছুটে চলা
হোক না আর একবার একা একা পথ চলা
দেখো ঠিক মিলে যাবে একটা না একটা মরুদ্দ্যান।
--------------------------------------------
-১৯/৪/২০২২-অবুঝ মন