ফিরে দেখা বলো আর স্রোতে ভাসা
আশায় আশায় জাগা ঘন কুয়াশা
ধরে নেওয়া ভালো কোনোটাই নয় স্বাভাবিক।


যে কথায় স্বপ্ন জাগে মনে
সে কথা ভুলি বা কেমনে?
আগুনকে ছুঁয়ে দেখা সেটাও কি ঠিক?


এ তো শুধু আজ নয় ভেবে দেখো সেই অতীত কাহিনীকে
বয়সের দোষে অতিসহজে যায় কি ভোলা ভালোবাসাকে?
কথার কথা সেদিনও তো ছিলো বেঁচে!


আজ যখন লিখছো বসে কি নেই অজানা?
ঘর বাঁধা পাখিটির উড়তেও নেই মানা!
বলতে পারো কেন বা পুড়তে হবে গনগনে আঁচে?


জবাবী পথে দেখা, হাতে তে হাত রাখা
সেও কি জানে না সবটাই অনুভবে আছে লেখা?
তবুও উঠবে ভেসে ভাবনাটা খুব একটা মন্দ নয়!


যত কাছে টানো বরফ কি গলবে আর?
থাক না তটের ব্যবধান নাই বা ঢুঁড়লে আগুনের কারবার
সময়ের পাল্লা ভার--সুখ কি মিলবে মহুয়ার ঘামের নেশায়?
---------------------------------------------
২৯/৬/২০২১-অবুঝ মন-