কালিঝুলি গায়ে লাগুক না মাখলেই হলো
ঘোরানোর কলকাঠিতে মুছে যাবে সব ধূলো
রংয়ের ফোয়ারার আয়োজনে ত্রুটি যেন না হয়
খই দুমুঠো ছড়িয়ে দিলে উড়ে যাবে যতো ভয়
প্রচারের আলোতে উঠবে ফুটে ধোয়া তুলসী পাতা
সবাই দু-হাত তুলে বলো দেখি এবার জয় বিষ্ণু মাতা।


কেন যে মিথ্যার বেসাতি সাজায় ওরা?
ওরা কি বোঝে না? কাউকে যাবে কি ধরা?
শুধু মাঝে মাঝে মগজাস্ত্রে একটু শান দেওয়া চাই
সাদা থাকতে গেলে পাশা খেলার প্রয়োজন আছে বৈকি তাই
না হয় পড়বে কয়েকটি তাজা প্রাণ
বাঁচবে চেয়ার টিকবে গদি,বেকসুর কায়দার হবে জয়গান
নিন্দে মন্দ ধোপে তখন টিকবে কি আর?
আবার বলো দেখি সবাই জয় শাসকের জয়,সাবধান হুঁশিয়ার---।
---------------------------------------------
১৮/১০/২০২০-অবুঝ মন-