দীর্ঘ চলার পথে- জীবনের নানা রঙে
ছাপ রয়ে গেছে দিকে দিকে
গ্ৰাম্য মাটির বুকে পাদস্পর্শ
আজও মাঠগুলি অনুভব করে।
কয়েক কাল ধরে বাস্তুভিটার
বাতাসের সাথে মিশে ছিল
শ্বাস-নিঃশ্বাসের মৃদু সুর,
পুকুর খাল-বিল গুলি
গায়ের গন্ধের পরশ মেখে ছিল
মুখ বুজে, অনাবিল সুখে দুঃখে
আজ ও ওরা অনুভব করে
স্মৃতির অন্তরালে।
রাতের আকাশের চাঁদ ও তারা
তখনও ছিল রাত জেগে--
এখনোও আছে অতন্দ্রপ্রহরী রূপে
হারানো নদীর বাঁকে।
কেবলই বিস্মৃতির পাতায়
ঠাঁই দিয়েছে আপনজনেরা
পরম আদরণীয়কে দূরে সরিয়ে
অস্তিত্বকে তারা ভুলে গেছে চিরতরে।
-----------------------------------------------------