সময়টা আকাশ ভাঙা বৃষ্টি নামার পর
বন্ধ করে লুকিয়ে থাকা হয় কি সহজ পর?
কারো কাছে পেটের খিদে
কারো বা আছে অন্য তাড়া
কেউ বা সব হারিয়ে হয়েছে যে লক্ষীছাড়া


সাথে নিয়ে বই করে হইচই,দুর্গা গেলো বাইরে
অনাবিল উচ্ছাসে
জলতরঙ্গে ঝুপ ঝুপ নূপুরের ছন্দ ঝরে
ঠিক এমন সময় বিজলী বাতির খুঁটিটি জড়িয়ে--
পথের বাঁকে মৃত্যুর দূত রয়েছে দাঁড়িয়ে!
নির্মল মন না খুঁজে কারণ দিলো হাত বাড়িয়ে।


আগামীর আশা আগামীর ভরসা
এক লহমায় হলো লীন
বিবেক বলছে হেঁকে--
এ হেন সময় ওরা রাস্তায় এলো কী করে!
--------------------------------------------
২৭/৯/২০২১-অবুঝ মন-