হারানো সুর ফিরে পাওয়ার বিজ্ঞপ্তি জারি দেখে-
ছলকে ছলকে মন উঠলো  দুলে
তাকিয়ে দেখি ছাতার তলে চেনা গোলাপ
জ্বলজ্বলে ডানা মেলে একদৃষ্টিতে ঢেউ গুনছে
আমি ও স্থির থাকতে পারলাম না,ডুবতে রাজি হয়ে গেলাম
সুইং স্রোতে ভেসে এলো কতোদিন এমন চলছে বলতে পারো?
না আর বেশি অপেক্ষা করতে হয় নি
লালপেড়ে শাড়ি পরে সেই চোখ,সেই মুখ ---!


যদি ও হলুদ পাতার ভাঁজে ভাঁজে--
ক্ষতের স্পষ্ট চিহ্নের তালা ঝোলানো
তাহলে মেঘের দেওয়াল খুঁজে কাগজের নৌকা ভাসিয়ে দেওয়ার আছে কি মানে?
বুঝলাম ভর্তি খিদের দুর্গে ফতুর সংকেত--
প্রশ্নটা বাহিরে আস্তে চেয়েও ভিতরে গুলায়
শুধুই কি উপবাসের দালান,অসাড় উত্তাপ?
ভাবতে ভাবতেই রং মশালের জ্বললো আলো
মুহুর্তে চোখের সামনেই ভেঙে গেলো বালির বাঁধ
শুধুই বন্ধকী ঢেকুরের সাদ,সাঁকোর উদ্ভোধন!
তবু কেন সে আজও এতো প্রিয়?
--------------------------------------------
১০/৬/২০২০-অবুঝ মন-