জানতাম তুমি আসবে
মরচে ছেড়ে রঙহীন জৌলুসে পুরোনো দেওয়ালের কাছে
শুধু ভয় ছিলো আবার না হারিয়ে যাও কলির সন্ধার ভিড়ে।


তুমি এলে তুফানের মতো বেগে
ভ্রমরের বুকে বান ডাকে কোটালের  
তুমি ও থাকলে না থেমে--জ্বাগালে আগুন খিদে!


এরপর যা হয়,চোখের তারা স্পর্শ করলো আকাশসীমা
ফুল,পাখি আরো কত কিছু--বন্ধু আমার হলো
এমন সময় হঠাৎ যে কি হলো?
কোথা থেকে সন্ধার মেঘমালা ভেসে এলো!

আমি অনেক--অনেক খুঁজলাম তোমাকে
শুধু শুনতে পেলাম কে রেখেছে হাত?
কে দিয়েছে কথা?-যাও ফিরে যাও নিজের অববাহিকায়
সে কি তুমি--সে কি তুমি ছিলে মেমসাহেব?
---------------------------------------------
২৬/৯/২০২১-অবুঝ মন-