সেই আমি আর এই আমি
------------------------------------
সেই আমি আর এই আমি
চলনে বলনে হুবহু মিল
শুরু আর শেষ নিয়েই জীবন।


মধ্যি খানের কিছুটা সময়
আপন না পর শুধু অভিনয়
আলো আঁধারেই শেষ পরিচয়!


তুলি রঙে ঢাকা এইটুকু পথ
মতান্তরে নিতে পারে বাঁক
আর না এতটুকু থাক।
---------------------------------------
কেন যে এমন হলো কে জানে?
--------------------------------------------
সময়টা নেহাতই কম নয়
মেলামেশা বলো আর হৃদয় ছোঁয়ায়
কাছাকাছি থাকা হয় না ঠিকই
তবুও মনের গহীনে হাজার ইচ্ছে বাঁচিয়ে রাখি।


সেখানে ও ভাঙছে পাড়!বাঁধছে ঘুনের বাসা!
চুক চুক সলতেয় অ্যালকোহলের গন্ধ ভাসা!
এই যে সুদীর্ঘকাল ব্যাপি এতোটা পথ হলো চলা
সবটাই ঠুনকো!মনে হলো কাঁচকলা!


ক্রমশঃ ঘিরে ফেলেছে নোনা জল
স্থিতাবস্থার ভীষণ আকাল
পটাপট পরিবর্তনের খেলা চলছে ব্যক্তি জীবনে!
কেন যে এমন হলো কে জানে?
--------------------------------------------
৩০/৭/২০২১-অবুঝ মন-.