মনে কি পড়ে ?
ক্ষয়ে যাওয়া সম্পর্কের বাঁধন ঘিরে
যখন তোমার মনের আঙিনা জুড়ে ভিষন ঝড় উঠেছিল
চোখের তারার নিচে কালো ধোঁয়ার মসৃণ--
ধ্রুপদী নাচনে জেগে ওঠেছিল মরুময় ঢেউ ?


নিঃসঙ্গ একাকী জেগে আছো রাত্রি প্রহরে
পৃথিবীর সব রঙ মনে হয়েছিল ফিকে
দগ্ধ পথের ছায়া সঙ্গী হতে--
মায়া লোকে একজন বাড়িয়ে ছিলো হাত
বলো তো কে?


তারপর হিমেল হাওয়ায়--
না কি নেশার ঘোরে খানিকটা পড়লে ঢলে
রাখলে না কোনো ন্যাকড়া জড়ানো ঝঞ্ঝাট
যদিও মনের ভিতরে ছিল হৃদয়ের আলো ছায়া ভাব


সেই স্মৃতিময় ক্ষনগুলি আজও অমলিন
যেন নিশি রাত পার করে ফিরে আসা ভোরের আলো
সামান্য হলেও,কি অনির্বচনীয় প্রভাব
চাতকের বেলাভূমিতে স্নিগ্ধতা এনে দিলো!


তারপর আচম্বিতে মুছে যাওয়া সোনাঝুরি ঘিরে কম্পিত শিহরণ!
ঠিক আগের মতোই
মনে হলো অশরীরী নির্যাতন
তৃতীয় হাতের মুঠোয় ভরা অলিক স্বপন


অনায়াসে ঝোলার বিড়াল বেরিয়ে এলো-"তখন তো ছোট্টো ছিলাম"
ময়ূরীর পেখম যে নেই-নাচবে কেমনে?
তবুও,খেয়ালী ডানায় বাতাস লেগে--
বারে বারে,এমনি করে ঢেউ কেন খেলে যায়?
---------------------------------------------
২৭/২/২০২০-অবুঝ মন-