সেদিন বাতাসে ছিলো কোকিলের সুর
কাছে এসে হাত রাখা ছিলো যে মধুর
সহসা ডাকাত এসে হঠাৎই ঘিরে ধরে
খেলাঘর মিশে গেলো বেদনার বালুচরে
সেই থেকে হারিয়ে গেলো সুর তাল ছন্দ
মেমসাহেব বলে কী না মন ঘিরে দ্বন্দ্ব!

আর কি বলার থাকে এমন এক ক্ষণে?
বলতে লাগে কি ভালো রইবো দুজনে?
যেখানে থাকে থাকুক ভালো যেনো থাকে
খেলা হবে এই ভেবে ও যেনো না ডাকে।
----------------------------------------
-২১/৩/২০২১-অবুঝ মন-