পাঁজর জ্বলছে --
ভ্রমরের বহমান স্মৃতিধারা তলে।
নিষ্প্রাণ স্রোত জিজ্ঞাসিল
বলা কি যেত না বিশ্বাস বলে?


থেমে থাকেনি ঝর্নার ধারা
কুলকুল করে বয়ে গেল।
অদেখার ভেলা নিরালা খুঁজে
কত বেড়া ভেঙে দিলো।।


তারপর নিরাশার প্রতিটা ধাপ
স্ব-মহিমায় উজ্জ্বল হলো।
আয়নায় ধরেছে যে চিড়
নির্বাক ইতিহাস নেমে এলো।।


ঠোকা দিলে পরে তবেই চলছে-
নাড়ি টিক টিক।
জল পড়ে পাতাও,নড়ে
বাঁধন বীনা বাজছে ভীষণই ধিক ধিক।।


ব্যথিত চিত্তে হাপরের ওঠানামা
উপোসের গান গায়।
"তুমি আজ কত দূরে"
সখি ভালোবাসা কারে কয়?
---------------------------------------------
২৮/১/২০২০-অবুঝ মন-