এই যে প্রবাহ--অনাদি অনন্ত
এখানেও চোরাস্রোত গুপ্ত অভিঘাত!
শুধু চাইলেই হয় কি সব?
গুমরের ওজোর এতো ভারি!
দরকারি অদরকারি শুধু সংঘাত
সমষ্টির ভাবনা বেমালুম জলে গুলে খায়!
কুয়োর ব্যবহার বেড়ে গেলে----
এমন টাই স্বাভাবিক নয় কি?
আর বেশি এগিয়ে কি লাভ?
ঝরঝরে পাতা গুলো একটিও অবশিষ্ট নেই!
সবটাই ঢেকে গেছে কালো ধোঁয়ায়?
নিদেন পক্ষে ""যদিদং হৃদয়ং মম-----"
আর বড়জোর দু-একটা বাচ্চা কাচ্চা
শামুকের আবির্ভাব ।
----------------------------------------
২৪/৯/২০২২-অবুঝ মন-