মেঘের ভেলা ভাসিয়ে দিয়ে লাভ কি হলো?
চিতা সাজানোর ব্যবস্থাটা কি মজবুত করা হলো?
জ্বলছে চিতা আর সেই আগুনে -
আখের গোছানোর পাতাগুলি হলো ঝলোমলো!
আবদ্ধ ঘরে বসে থাকাও,হয়ে গেল আলপথে হাঁটার সমান
ক্ষমতার এ কি নমুনা?
স্বার্থের স্বর্নালী পর্দায় সব আয়োজন হলো ম্লান!


একটু তাকিয়ে দেখুন দিকে দিকে পেশীবহুল আস্ফালন
বেসামাল মন তাই মৃত্যু-মিছিল দেখে শিউরে ওঠে
নিজেকে প্রশ্ন করি আর প্রশ্নচিহ্ন আঁকি,
এটাই কি যুগের ধারা?চলমান সভ্যতার নগ্ন বিবর্তন!


এ সময় মুখ বুজে থাকা কি যায়?
ভাবছেন শান্ত থাকার এখনো সময় আছে?
ঐ দেখুন চেয়ে আমেরিকা ফ্রান্স ইতালি ডাকছে কাছে।


বিষাদের ছায়া মেখে পড়ে থাকা আর নয়
ভাবুন ডুবছে কত শত সাজানো বাগান
ধ্বংসস্তূপে উঠছে মেতে ভোগ বিলাসের জয়গান!
এখনো কি বলবেন এরাই সেবক?
না না কখনোই না,এরা সব মুখোশের বলীয়ান ফাঁদপাতা কারিগর,শয়তান।
---------------------------------------------
২১/৪/২০২০-অবুঝ মন-