ওগো শুনছো,কান পেতে শোনো শোঁ শোঁ রব
পাহাড়ে ধরেছে ফাটল,নীলাম্বরী উড়ায় আঁচল
শীতল সমীরন বয়ে,কেউ নেই কোথাও
এমন সময় কেউ কি বাহিরে যায়?


ওই দেখো-বিদ্যুৎ খেলছে সাঁতার
দামামার রোল,স্রোত হিল্লোল ঢেউ খেলে যায়
চলো যাই ,চলো যাই দখিন বারান্দায়
এমন সময় কেউ কি বাহিরে যায়?


শুধু চেয়ে থাকো শ্রাবনের গগন সীমায়
এই নাও আরাম কেদারা-সময়ের শীতঘুম বিশারদ
দেখলে তো শুরু হয়ে গেল-টুপ টুপ টাপুর টুপুর
দাও বাড়িয়ে দাও হাত --
এক কাপ চা মুখে তোলো-মনে করো কবিতা
এমন সময় কেউ কি বাহিরে যায়?


ঝর ঝর ঝর ঝরছে বারিধারা--
ঝর ঝর ঝর ঝরছে বারিধারা--
এই ঘন ঘোর শ্রাবনের অঝর ধারায় পুলকিত মনে
একবার ডাকতে তো পারো-এই রমা এদিকে এসো।
--------------------------------------------
২০/৭/২০২০-অবুঝ মন-