।।শুধু এই টুকুতো চাওয়া।।
            ।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
যদি জানতে তুমি হাত বাড়ানো নিছক অন্তরাল
তবে কেমন করে বললে তুমি ওদের পাড়ায় আমার চলাচল?
আপন পেজের আলিঙ্গনে বাজিয়েছিলে মিষ্টি সুর
এইতো সেদিন,বাজছে কানে হয়নি যা খুব সুদূর
পারলে তুমি এমনি করে নিঠুর মেঘের আকাশ ছুঁতে!


হয়তো একটু বেসামালের লাগতো দোলা হৃদ মাঝারে
নিত্য নতুন বসত গড়ে স্বপ্ন বুনতো রঙিন ডানা
তাই বলে কি মুছে যেতো অবুঝ মনের সবটা দেনা?
হারিয়ে যাওয়া সময় গুলো করতো খানিক আসা যাওয়া
সহজ সরল পথের বাঁকে এই টুকু তো চাওয়া ।


সেই তো আবার দেখা দিলে খোঁজ খবরের নীড়ে
ভিজতো না হয় শ্রাবণ ধারায় লুকিয়ে যাওয়া চিড়ে
ফুস-ফুসের ঐ চিলে কোঠার বিষাক্ত দহন
গুমরে গুমরে শুকিয়ে যেতো হয়তো কিছুক্ষণ
ফুটতো না হয় মন কাননে সতেজ রাঙা গোলাপ ফুল।
---------------------------------------------
১৫/৯/২০২০-অবুঝ মন-