কি এমন হয়েছিলো যে
স্রোতের বিপরীতে এসেছিলে চলে?
তখনো তো একই আকাশের তলে
দুটি চাঁদ ছিলো জেগে
ইচ্ছে হলো বলে চলেই আসতে হবে
এমন দিব্যি দিয়েছিলো বা কে?
ছিলো নল ছিলো কূপ প্রত্যাশা সীমা ছাড়িয়ে
অথচ শুধু শুধু সুরসুড়ি দিতে চেয়ে
এক আকাশ মরুভূমি তুলে নিয়ে এলে!
এ কেমন পাশাচাল চাগালে অনলে?
ভেবে দেখো এ হেন ঘটনার সত্যি কি আছে কোন মানে?
যদি ছিলো মনে বাঁধার পাহাড় আসবে নেমে
তবে কেন কাঁটার আঁচল বিছায়ে মিছে মায়া জড়ালে জীবনে?
দেখেছো কি কখনো পাথরের বুক চিরে সবুজের সংগ্ৰাম?
যতই সুরের আকাশ ছুঁয়ে জুড়ে দাও বিধিবাম
অটল দিঘির বুকে হাতে হাত রাখাতে
রুমালের রক্ত রাঙায় জুড়ে গেছে শুধু তোমারই নাম।
--------------------------------------
১৬/৭/২০২১-অবুঝ মন-