----------------------------------
ইচ্ছার বাস্তবায়ন হয়তো হয়নি--
তা হলেও ,অনুভব অস্বীকার তো করেনি
শুধু সময়ের ব্যবধান বেড়ে ছিল মাত্র
যা ছিল বাস্তবতার অতি উজ্জ্বল চিত্র
তাই বলে কি সূর্য ডুবে যাবে পাথরের অতলে?
অভিমান মুখ লুকাবে কি  বুকের ভিতরে?
জানিনা এ কেমন কুয়াশাবৃত মলিন সকাল!
ভালোবাসার রামধনু-আঁকা দেওয়ালে হলো উজ্জ্বল।


যদি স্মরণের ইতিহাস ঘাঁটা হয় একটি বারের জন্য--
প্রতিশ্রুতির ঝুড়ি ভরা খামে তোমার নামটি আজ ও বর্তমান
সময় আর সুযোগের তলোয়ারে আছে মিশে রক্তের দাগ
যা মুছে দিতে চেয়েছো জীর্ণ খাঁচায় নির্বাক ভাবে কতবার
তবুও, চোখের কোণে জমা অশ্রুবিন্দু মনে করিয়ে দেয়
শুধু তোমারই নাম-শুকতারা অসীম আকাশে আজ ও অম্লান।
-------------------------------------
২৮/৬/১৯