ব্যবধানের আকাশ কিনতে বয়ে যায় বেলা
দরিয়ার মাঝে জাগে পাথরের ভেলা
বাঁশরী রইল জেগে সুগভীর ভাবনায়!


এতো সুর এতো গান হারিয়ে গেলো
মন রাঙা গুনগুন ফানুস ছিলো
যাওয়া আসা স্রোতে ভাসা কল্প হলো!


সিঁদুরের রাঙা দাগ মরুভূমি খুঁজে
নীরব পাতার ভাঁজে নিলো মুখ গুঁজে
ভেসে ওঠে ফিকে রঙ বিষাদ আঙ্গিনায়!


যে বুকে জড়িয়ে ছিলো সতেজ সমীরণ
তির তির বেড়ে ওঠে হাহাকার মান
ফুসফুসে ক্ষত চিহ্ন ফালাফালা করে!


মেঘের আঁচল গুলো মেলে দিলো পাখা
স্মৃতি হয়ে রয়ে গেলো হাতে হাত রাখা
তবুও মায়াভরা তারা জাগে তোমারই প্রতীক্ষায়!
--------------------------------------------
       - ১৪/১১/২০২০  -অবুঝ মন-