-------------------------------------------
শ্রাবণ যেদিন অন্য শহরে হাওয়া বদলালো
ভাবতে পারছো তার কত আগে থেকে--
তোমাকে স্ফটিক জলে করিয়েছি স্নান?
এরই মধ্যে ফুসফুসের মানস সরোবরে ঘটেছে নানান সংক্রমণ
টুপ টুপ করে লিক হয়ে গেলো পাঁজরের হাড়
অথচ কাকপক্ষীও ঘুণাক্ষরে টের পেলো না!
কেউ না কেউ তো দেখে ছিলো?
শুনেও ছিলো সেদিনের সোনাঝরা গান
'এই হাতে হাত রেখে তিন সত্যি করলাম'।
ক্যাশমেমো ছাড়া যারা শুষে নিলো বিলের প্লাবন
তারা তো ছিলোই দুঃশাসন
তাই বলে এপ্রিল ফুলের বরমাল্যে করতে হলো বরণ?
অথচ শুধু তুমি জানতে পাখি রয়েছে কড়া পাহারায়!
---------------------------------------------
-৩০/৯/২০২১-অবুঝ মন-