আবির রাঙা কৃষ্ণ চূড়া তোর কপালে নিয়েছে স্থান
গোলাপ বাগের মালী এখন চাঁদ সওদাগর মনিকাঞ্চন
সেই কবে চুপে চুপে আগুন সেঁকে এক যে হলি দুইজনে?
একটা নয় দুটো নয় বছর তেইশ পার--তোর পড়লো আমায় মনে!
দেখলি যখন সরল রেখায়--পথের পথিক ভাবলি কেনে?
যাক তাও বেলা শেষের স্বীকারোক্তি-নারীর কথা আনলি টেনে
হোক না তবে ছেঁড়া বীনায় তার টাঙিয়ে--একটু খানি পথ চলা হারানো সুর গানে গানে।
---------------------------------------------
-২৮/১০/২০২২-অবুঝ মন-