ভাবনা দোলায় কেমন যেন --
লেগেছে ভাটার টান
কিযে করি- কিযে করি --
ভেবে ভেবে, মন করে আনচান।
সে কারণে সন্ধ্যা কালে, ঠাকুর ঘরে বসে--
নানান ভাবে বাঁধছি মনকে কষে
কোথায় যেন মন যে, গেছে উড়ে
কাব্য ধারা তাল-পাকিয়ে মরে
বোধ হয় বিদ্যাদেবীর হাতটি গেছে অন্য কোথাও সরে
মাথার ভিতর গোবরে পোকা ঘোরে।
প্রশ্ন জাগে মনে, হচ্ছে এসব কি--
কথার মালা ঘুমিয়ে পড়লো নাকি?
মনকে এবার সঁপে দিলাম আত্মাহুতি দেব বলে--
অনেক যত্ন নিয়ে, আরাধ্যা দেবী- বীনা পানির চরন তলে।
---------------------------------
২৪/৫/১৯