------------------------------------------


১৮৯৭ সাল,২৩শে জানুয়ারি বীর সুভাষ জন্মেছিলেন
উড়িষ্যার কটক শহরেতে
পিতৃ গুনে পরিচিত জানকীনাথ বসু
একজন খ্যাতনামা উকিল ছিলেন বটে।


গর্ভধারিনী প্রভাবতী দেবী
রত্নগর্ভা রূপে পরিচিত এ দেশে
মাতৃ গুন সমৃদ্ধ সুভাষচন্দ্র বসুর
খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশে-বিদেশে।


প্রেসিডেন্সি কলেজ থেকে
করেছিলেন বিএ পাস
সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়ে--
ঘটিয়েছিলেন নিজ প্রতিভার বিকাশ।


ওনার পিতার ইচ্ছার কারণে
হয়তো চাকরি করতে পারতেন লন্ডনে
বীর সুভাষ তা না করে দেশের মুক্তির জন্য
নিজেকে সঁপে ছিলেন দেশমাতার চরণে।


১৯৪৩ সালে 'আজাদহীন্দ ফৌজ বাহিনী'-
গঠন করলেন দেশের মুক্তির জন্য সিঙ্গাপুরেতে
সেই দিন থেকে জনগণের কাছে
পরিচিত হলেন নেতাজি রূপে।


স্বাধীনতা বীর সংগ্রামীর জীবনে
এরপর ঘটে গেছে নানান ঘটনা
১৯৪৫সালের১৮ইআগস্ট,তাই হোক বিমান দুর্ঘটনায়
মারা গেছেন তিনি, এটাই হলো বিস্ময় রটনা।


যদিও মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে
আজ ও দেশের প্রতিটি প্রান্তে জনগণের
তবুও তিনি বেঁচে আছেন--
চিরকাল থাকবেন এভাবেই দেশবাসীর মনে।


আজ সমাজের দিকে দিকে প্রয়োজন
এমন তর বীরশ্রেষ্ঠ সংগ্রামের
হও আগুয়ান হে বীর ,অঞ্জলি তব চরণে---
তোমাকে শতকোটি প্রনাম ,জানাই মনে মনে।
---------------------------------------