দূরে অনেক দূরে যাওয়া
মানে এই নয় কেবলই ভুলে থাকা
বারে বারে ভেসে ওঠে স্মৃতি
সম্মুখে জলছবি রুপে।


অনেক অনেক অপেক্ষা
তবুও অস্তাচলের পথে না হারিয়ে
আগমনী সুর- ঘুরে ফিরে
মনের দ্বারে করাঘাত করে যায় ছুঁয়ে।


কখনো বা  থমথমে পরিবেশে
দম বন্ধ হয়ে প্রাণ যাওয়ার মতন
আবার হঠাৎ পাহাড়ের বুক চিরে
আলো হয়ে পাতার ফাঁকে উঁকি মারে।


এভাবেই আসা -যাওয়া চলে অবিরাম
মুক্ত মনে- অবগাহনে নেই যে বিরাম
প্রানের চেয়ে প্রিয় হয়ে স্মৃতি বাঁচে
যুগান্তরের স্রোতে মনের গভীরে।
------------------------------------