ছলাৎ ছলাৎ- পড়ছে ঝরে
অঝর ধারায় -নেশার ঘোরে
মুক্ত মুখর -জলের ফেনা
হচ্ছে মনে -শিশির কণা ।


মুগ্ধ রূপে -বাড়ছে শোভা
দেখতে কতই- মনোলোভা
এমনি করে -কালের টানে
চলছে খেলা -আপন মনে।


কত মানুষ -আসছে দূরে
ঝরনা নেশায়- পাহাড় চূড়ে
এমনই রূপ -যায়না ভোলা
স্মৃতির পাতায়- থাকছে তোলা।
----------------------------------------