জীবনের নাও বাইতে গিয়ে-অচেনার মাঝে চেনা হয়ে--
রয়ে যায় কিছু সম্পর্কের বাঁধন।
যার জের বয়ে বেড়াতে হয় সারাটি জীবন
ভালোবাসার রাঙা-দোদুল দোলায়।
আশায় আশায় অনেক স্বপ্ন বেঁধে ছিল যে বুক
সময়,কালে পাষানির মতো,দিয়েছে তা শুধুই দুখ।
কত সহজেই ভেঙে দিতে চায় মায়ার বাঁধন
তিল তিল করে গড়ে তোলা হৃদয় আসন।
সবকিছু কি এতটাই ভঙ্গুর,এতটাই সোজা!
অনুভবে অন্তরে ভেসে কি আসবেনা --
কখনো কোন  মানবিক সাজা?
এর উত্তর জানে ,নীরব আকাশ বাতাস।
শুধু একটি কথা-সবই তোমার ব্যাপার
এর মানে কি শুধু দায়ভার চাপিয়ে--
নিজেকে দূরে সরিয়ে রাখা নয় কি?
ভালো খুবই ভালো, আশা পূর্ণ হোক
দায়ভার নিতে হবে না আর-থাকো দূরে দূরে--
প্রেম-প্রীতি,ভালোবাসা অন্তরে স্মৃতি হয়ে বেঁচে থাক।
---------------------------------------
১০/৫/১৯