কালের অন্তঃসলিলে
বোকার মত ভেবেছিলাম
সবকিছু হারিয়ে যাবে
প্রত্যাখ্যানের জ্বরে।
কিন্তু ভালোবাসার শিকড়
পোতা যে আছে
পদ্ম বীজের মতো
হৃদয়ের গভীরে।
সুর ছন্দের সেই সুন্দর দোলা
সময়ের চলার স্রোতে
মাঝে মাঝে কোথায় যে যায় চলে
আবার আসে ও ফিরে
একেবারে নাকের উপরে
মুখে মুখ ঘসে, দিয়ে যায় চলে
একটি ও কথা না বলে
রাতের গহীন আঁধারে।
চোখ মেলে তাকিয়ে দেখি
স্বপ্ন মুখর আঁকি -বুকি
কাব্যগুলি খাতায় লিখি
ভালোবাসার আবেশ মাখি।
----------------------------------------
০২/০৩/১৯