সব সোজা কথা সহজে কি নেওয়া যায়?
-------------------------------------------
ভাবতে পারো--
ভাবের ঘরে সিঁদ কেটে
তোমার অস্তিত্বের চাপা স্বকীয়তা
যখন ঢুকে পড়ে প্রতিটি কোষের নালা পথে
শিরা-উপশিরা গুলো-
টগবগ করে কেমন ফুলে ফেঁপে ওঠে?
আর ঠিক তখনই আকাশ যদি ভেঙে পড়ে
নিশ্চিহ্ন না হয়ে উপায় আছে কি?
তবুও স্থির-অবিচল,নিমগ্ন হয়ে তোমাকে খুঁজি
সেই তুমি চোখ রাগিয়ে-
হুইস্কির বোতলে সেরে নিলে স্নান!
চোখের সামনে দোকান লুট হয়ে গেলে
নিজেকে সামলিয়ে দেখাও দেখি-
আড়াল মনের সিংহাসন কতটা স্বাধীন?
---------------------------------------------
১৩/৪/২০২০-অবুঝ মন-
------------------------------------------
।।ছোঁয়াচে রোগ।।
-----------------------------------------
রাঙা ফাগুনে,সরু সুতো কি আসে ভেসে?
স্কুল ফাঁকির গল্প শুনেছি অনেক
শুরু তোড়জোড় বিসর্জনের
তাও,আবার বোধনের দিনে!
খটাখট হাতুড়ির ঘা পিছনের দরজায়
রক্তাক্ত সংগ্রাম আনলো টেনে।


বিকেলে ভোরের ফুল
সাহারার বুকে কবরের মাটি খোঁড়ে
ছিটে ফোঁটা বৃষ্টির ছোঁয়া
শিকড় ছিঁড়ে কফিনে ঢুকলো
হয়তো এটাই অনেক চেনা অভ্যেস
পরিবর্তনের এমন হাওয়ায় উলঙ্গ করে লাভ কি হলো?
---------------------------------------------
১৮/৪/২০২০-অবুঝ মন-