ভাবতে পারো নিজেকে অপরূপা--
কারণ তুমি ওযে এক অনন্য সুন্দরী নারী
বিধাতার দেওয়া মাতৃজাতীর প্রতিলিপি।


অশেষ করুনা হৃদয়ে রেখেছো লুকিয়ে
শান্ত শীতল ভাবে নিজ মহানুভবতার পরিচয়ে
জনমানবের ভিড়ে না হারিয়ে এই সমাজে।


যদিও জীবনের স্রোতে কিছু কালির আঁচড়ে
বদলেছো নিজেকে ধৈর্যশালীনী, রূপ রঙ মেখে
তারই সফল প্রয়োগ ঘটিয়েছো বারেবারে, প্রলুদ্ধ কথার ছলে ।


বিদীর্ণ করেছো ভাঙা বুকের খাঁচার পাখিকে--
রক্ত করবীর সুতীক্ষ্ণ তীরের ফলার আঘাতে,
তবুও মায়াময় হিয়ার কাছে,পরিচয়ে পরিচিত সৃষ্টিকারিনী রূপে।
----------------------------------
18/1/19