বুকের ভেতর লুকানো ছবি তারিয়ে বেড়ায়
নিঃশব্দের আগল ঠেলে
ভরা মৌসুম ছোঁয়ার সুতীব্র বাসনার কূজনে
সে আশার পাহাড়ের আঁচল বেয়ে
নেমে আসে একরাশ মায়ার জোনাকি পোকা
উড়ে চলে যা প্রেমের দামাল খেয়ায়।
ঢিপ ঢিপ শব্দের ঢেউ ওঠে
হৃদয়ের গভীরে লুকানো কুসুম দোলায়
উপোসী দেয়ালে জেগে ওঠে অফুরান অন্তঃঝরা
সুখপাখির সুমধুর খেয়ালী খেলায়
ঘুম ভাঙে উতাল পাতাল খুনসুটি মেখে
হারিয়ে ফেলি স্বপ্ন ছায়া,না না মায়া--
তবুও মায়াবিনির সুমধুর সুর গভীরে রয়ে যায়
প্রজাপতি মেলে ডানা।
-------------------------------------------
১৩/১০/১৯