আজ শ্রাবণের বিকেল বেলায় পড়ছে মনে-
তোমরা আমার ভালোবাসার মিলন ক্ষণের
ইচ্ছে হলো স্বপ্ন চোখে কবিতার চারা আঁকতে
ঝিরিঝিরি ঝর্ণাধারায় নূপুর সুরে ভাসতে।


তোমার মনের গোপন কোণের একটা সীমা থাক
আর আমার একটা অলীক আকাশ
তোমার কথার একটা বেড়া থাক
আমার অপেক্ষার থাক আজীবন ভরসা
তোমার পছন্দের বিস্তার থাক
আমার পছন্দ হোক বন্দি
তোমার মৌন উঠোনে ভিসুভিয়াস লুকিয়ে থাক
আমার না থাক কোন ফন্দি।


তুমি অদ্ভুত হও---
বেঁচে থাক তোমার সাজানো বাগান রঙিন চেনা বর্ণলিপি
আমার শহরে বিরাজমান থাক শুধু তোমারই-প্রস্ফুটিত রাঙা গোলাপ পাপড়ি গুনগুন সুখ স্মৃতি।
-------------------------------------------
১৭/৮/২০২০-অবুঝ মন-