নীল পরীরা গগন পানে উড়ছে ডানা মেলে।
লাল পরীরা পিছে পিছে যায় যে সাঁতার খেলে।।
হঠাৎ সেথা গাঙ চিলেরা ময়ূরপঙ্খী সাজে।
জ্বালিয়ে ছিলো আলোকশিখা পথেরই মাঝে।।


আলোর স্রোতে পথ হারালো পরীর দলের নেতা।
পৌঁছে গেলো ধরার মাঝে বৃক্ষ শাখার পাতায়।।
জনতার দল হই হই করে আসলো সেথায় ভিড়ে।
ময়ূরপঙ্খী ভেলার রূপে নিল তাদের তুলে।।


বিষ্ময়েতে অবাক চোখে তাকিয়ে সকলে।
হাওয়ায় মতো পরীরা সব হারিয়ে গেল ,মাঝ আকাশে দুলে।।
মধুর ঘুমে পড়ল ইতি সুখ -স্বপ্নের ছেদে।
বিষ্ময়েতে অবাক চোখে তাকিয়ে বিছানাতে।।
-------------------------------------