কর্দমাক্ত অনু-শোচনার মালা পরে--
দায়ভার সহজে এড়ানো যায় কি?
ভালো থাকা-কিংবা না থাকা-----
কর্ম-জীবনের ভার বোঝা বইকি।।


সহ্যের সীমানা অসীম আকাশ জুড়ে--
মুখ বুজে চেয়ে থাকে নীরবে।
কথা দেওয়া বা না রাখা কথা মালা--
বেঁচে থাকে সুখ কিংবা দুঃখের সাগরে।।


কখনো বা পৌষ মাস আবার কখনো বা সর্বনাশ-
পরিস্থিতি শিক্ষা দেয় জীবনে চলার পথে।
মানিয়ে নেওয়াটা রয়েছে যে আজও, ---
এই মায়াময় ধরনীর-মানুষেরই হাতে।।


তবুও, মানব হৃদয়ে বয়ে চলে ভালোবাসার -
উজানী জোয়ারের আলপনা আঁকা ছবিগুলি।
নক্ষত্রের পতন হয় স্বপ্নভঙ্গে-হারিয়ে যায়--
কতশত অচেনা-অজানা নীড়হারা বুলবুলি।।


এতকিছু জেনে শুনেও জীবন বাজি রেখে--
রহস্যময় বিষপান করে ছুটে চলে অনেকে।
জীবন আকাশ ঢাকে অগোছালো উপোসী আলোয় -  
প্রবাদে রয়েছে যে ,'সুখে থাকতে ভুতে কিলোয় মানুষকে'।।
------------------------------------------
৫/৬/১৯