------------------------------------------
অপেক্ষার দেয়ালে পিঠ ঠেকিয়ে
পথ চলতি রাস্তার পরে
ভাবান্তরে মৌন মুখর
ঝরিছে ধারা ঝর ঝর
নীলাকাশে ছেয়েছে মেঘের ঘন ঘোর।
এরই মধ্যে কখন যে বেজে গেছে রিং টোন
ঠাহর করতে হয়েছে ভুল
তাকিয়ে দেখি ওযে প্রেয়সীর ছায়া
তখন ও বুক আলো করে রয়েছে জেগে
হৃদয়ের মাঝে যা মিষ্টি গোলাপ ফুল।
ধৈর্যের বাঁধ ভেঙে হল সংযোগ
এপার ওপারের সরনীর সিঁড়ি বেয়ে
নাতিদীর্ঘ মিষ্টি মুখর সুরের মূর্ছনায়
বিদায়ী গানের পসরা সাজিয়ে।
--------------------------------------------
২৬/৯/১৯--অবুঝ মন--