গগন পারে মেঘের ঝাঁপি
বইছে হাওয়া জোরে
শিশির ভেজা মুক্ত কণা
হারিয়ে গেলো দূরে!


শীত বুড়িরই খেয়ালীপনায়
ভয়,সংশয় মেলছে ডানা
ঘুম-পাড়ানি আমেজ দোলায়
পড়লো বুঝি একটু চোনা!


রিমিঝিমি নুপুর পায়ের
সুর যে আসে ভেসে
শীতের পাড়ায় ভাগ বসাতে
বর্ষা রানী আসে!


ঝিরিঝিরি বৃষ্টি মুখর
সুপ্রভাতী রবীর সুর
কাজলা গাঁয়ে রইলো ডুবে
শীতের সকাল মেঘ-মেদুর!
----------------------------------------
১০/১/২০২০-অবুঝ মন-